নারায়ণগঞ্জে ডিবি কর্মকর্তার টাকাসহ ঘুমের ছবি ভাইরাল

নারায়ণগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশের এক কর্মকর্তার বিপুল পরিমাণ টাকাসহ ঘুমের একটি ছবি ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে। এ নিয়ে সৃষ্টি হয়েছে চাঞ্চল্য।

আজ বুধবার সকাল থেকে ভাইরাল হওয়া ওই ছবিটিতে দেখা যায় ডিবির এসআই মো: আরিফ একটি মাইক্রোবাসের ভেতর ঘুমিয়ে আছেন। তার কোমরের কাছে বিপুল পরিমাণ টাকা। এ টাকাগুলো বান্ডিল আকারে দেখা যায়। ১০০, ৫০০ ও এক হাজার টাকার নোটের বেশ কয়েকটি বান্ডিল ছিল সেখানে। পাশে ছিলো তার ব্যবহৃত দুটি মোবাইল ও সরকারি ওয়ারলেস।

ছবিটি দেখে ধারণা করা হচ্ছে, ফতুল্লা স্টেডিয়ামের পাশের সড়কে তাদের ব্যবহৃত গাড়িটি রাস্তার উপরে পার্কিং করা ছিলো।

এ ব্যাপারে নারায়ণগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আরিফ জানান, ‘ছবিটা আজ থেকে ৪-৫ মাস আগের। ছবিতে আমার পরণে যে আংটি ছিল, সেটাও আমার। গেঞ্জি ও গাড়িটাও বর্তমানে ব্যবহার করি না। ট্রেনিংয়ে যাওয়ার সময় আংটি খুলে রেখে গিয়েছি। আমি ২-৩ মাস পরে ট্রেনিং থেকে আবার আসছি। আমার মা ওই সময় খুব অসুস্থ ছিল। তখন আমি এক বন্ধুর কাছ থেকে ১ লাখ ২০ হাজার টাকা ধার নিয়েছিলাম। আমার ধারণা ছবিটি তখনকার। হয়তো প্রয়োজনে কোথাও গিয়েছিলাম। ছবিটা কোন স্থানের সেটা বলতে পারছি না।’

Share this post

scroll to top