ঈশ্বরগঞ্জে গণধর্ষণের শিকার নারী : আটক ৩

ঈশ্বরগঞ্জ(ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহের ঈশ^রগঞ্জে পঞ্চগড়ের এক নারী গণধর্ষণের শিকার হয়েছে। সোমবার রাতে ধর্ষিতা বাদী হয়ে ৬ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত ৩/৪ জনকে আসামি করে ঈশ্বরগঞ্জ থানায় মামলা দায়ের করেছেন। এ ঘটনায় পুলিশ ৩ জনকে আটক করেছে। মঙ্গলবার পুলিশ আটককৃতদের ময়মনসিংহের আদালতে ও ধর্ষিতা নারীকে ডাক্তারি পরীক্ষার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। মামলার এজাহার ও পুলিশ সূত্রে জানা যায়, পঞ্চগর সদর থানার বকশিপাড়া এলাকার ওই নারী ঢাকা খিলক্ষেত এলাকায় বাসা ভাড়া থাকতো। ওই বাসার পাশ্বেই ঈশ্বরগঞ্জের লংগাইল গ্রামের শাহীন ও এনায়েত নগর গ্রামের সোহেল কাঁচা মালের ব্যবসায় করতো। তখন তাদের মধ্যে বন্ধুত্ব সম্পর্ক তৈরী হয়। গত ৩ নভেম্ববর ঢাকা হাজী মার্কেটের সামনে থেকে ধর্ষিতাকে বাসে ময়মনসিংহে এবং রাত সাড়ে ১২ টার দিকে বাস থেকে নেমে সিএনজি করে শাহীন ও সোহেল ঈশ্বরগঞ্জ পৌরশহরের আব্দুল আজিজের বাড়িতে নিয়ে যায়। রাতে খাবার শেষে ওই বাড়িতে শুয়ে পড়ে তারা। রাত ২ টার দিকে ওই বাড়ির দরজা ভেঙ্গে মোস্তফা, রাজ্জাক, নুরুজ্জামান ওই নারীকে ঘর থেকে জোর করে বেড় করে নিয়ে পালাক্রমে ধর্ষণ করে। বিষয়টি জানাজানির পর রাতে টহল পুলিশ শাহীন, রাজ্জাক ও সোহেলকে আটক করে।

এ বিষয়ে ঈশ্বরগঞ্জ থানার ওসি আহম্মেদ কবীর হোসেন বলেন, গণধর্ষণ মামলার ৩ আসামিকে আটক করা হয়েছে এবং বাকিদের আটকের চেষ্টা চলছে।

Share this post

scroll to top