নেত্রকোনায় শিশু ধর্ষিত : আটক ২ বখাটে

নেত্রকোনায় এক শিশুকে ধর্ষণের অভিযোগে রুহুল (২০) ও স্বাধীন (২০) নামে দুই তরুণকে আটক করেছে পুলিশ।

রোববার রাতে নেত্রকোনা সদর উপজেলার রৌহা ইউনিয়নের বড় গাড়া গ্রামে এই ধর্ষণের ঘটনা ঘটে।

 সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, রোববার রাত ৮টার দিকে সদর উপজেলার বড় গাড়া গ্রামে ১২ বছরের ওই শিশুকন্যা প্রতিবেশী এক ফুফুর বাড়িতে রান্না করা তরকারী নিয়ে যাওয়ার পথে একই গ্রামের রব্বানী মিয়ার ছেলে বখাটে রুহুল আমিন ও খোকন মিয়ার ছেলে স্বাধীন জোর করে ধরে নির্জন স্থানে নিয়ে ধর্ষণ করে। এ সময় ধর্ষিতার আর্তচিৎকারে আশপাশের লোকজন ঘটনাস্থল থেকে রক্তাক্ত অবস্থায় শিশুটিকে উদ্ধার করে দ্রুত নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে নিয়ে যান। আজ সোমবার সকালে কিশোরীর অবস্থার অবনতি ঘটলে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়।

নেত্রকোনা মডেল থানার ওসি (তদন্ত) নাজমুল হাসান জানান, ধর্ষিতার বাবা বাদি হয়ে রুহুল আমিন ও স্বাধীন নামে ওই দুই ধর্ষককে আসামি করে সোমবার নেত্রকোনা মডেল থানায় একটি মামলা দায়ের করেছেন।

রোববার রাত ১২টার দিকে নেত্রকোনা বড় স্টেশন এলাকায় অভিযান চালিয়ে ধর্ষক রুহুল আমীন ও স্বাধীনকে আটক করা হয়েছে। তাদের আদালতে হাজির করা হলে বিজ্ঞ বিচারক জামিন নামঞ্জুর করে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।

Share this post

scroll to top