কলকাতার বাজারে প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে ৬০-৭০ রুপিতে। বাজার ঘুরে দেখা গেছে দোকানভেদে দামে কিছুটা পার্থক্য থাকলেও ৬০ থেকে ৭০ রুপির মধ্যেই সীমাবদ্ধ থাকছে। কলকাতার পুরান বাজার এলাকার আলম খান নামের এক ক্রেতা জানালেন তিনি এক কেজি পেঁয়াজ কিনেছেন ৬০ রুপিতে।
তবে স্থানীয় ক্রেতারা জানিয়েছে, একদিনের ব্যবধানে পেঁয়াজের দাম বেড়েছে কেজিতে ১০ রুপি। আলম খান নামের ওই ক্রেতা জানান একদিন আগেও পেঁয়াজ ছিলো ৪৫-৫০ টাকা কেজি। হঠাৎ কিছুটা বেড়েছে দাম। তবে তা ৬০-৭০ রুপির মধ্যেই থাকছে।
হঠাৎ এই দামবৃদ্ধির কারণ মহারাষ্ট্র রাজ্যে বৃষ্টি হয়েছে। সেখানে পেঁয়াজের ক্ষয়ক্ষতি হয়েছে অনেক। এ কারণেও পেয়াজের দাম এখন বাড়তির দিকে।
রোববার সকালে কলকাতার নিউ মার্কটে এলাকার পাইকারি বাজারে ব্যবসায়ীদের সাথে কথা বলেও পাওয়া গেছে একই তথ্য। ব্যবসায়ীরা জানান, দুদিন আগেও এখানে প্রতি মণ পেঁয়াজ বিক্রি হয়েছে ১৮৫০ রুপিতে। অথচ আজ সকাল থেকেই এই পেঁয়াজ পাইকারী বিক্রি হচ্ছে ২২ ‘শ টাকা মণ দরে।
এই বাজারের পেঁয়াজের পাইকারি ব্যবসায়ী তারিকনাত শাহ রোববার সকালে এই প্রতিবেদককে জানান, নতুন পেঁয়াজ বাজারে না আসা পর্যন্ত দাম কমার কোনো সম্ভাবনা নেই। দুই থেকে আড়াই মাস পরেই নতুন পেঁয়াজ ভারতের বাজারে আসবে। তখন দাম কমবে।
কলকাতার সবচেয়ে বড় পাইকারি বাজার হচ্ছে হাওড়ার বড় বাজার এলাকার পোস্তা এলাকায়। এই পোস্তা বাজার থেকেই কলকাতার বিভিন্ন পাইকারি ও খুচরা বাজারে পেঁয়াজ সরবরাহ করা হয়। এই বাজারেও পাওয়া গেল একই তথ্য।
তবে ব্যবসায়ীরা আশা করছেন, পেয়াজের নতুন ফলন এলে তখন দাম কমে আসবে।