ময়মনসিংহে দুই কোচিং সেন্টারকে জরিমানা

ময়মনসিংহে কোচিং সেন্টার খোলা রাখায় দায়ে জেল-জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার নগরীর বাউন্ডারি রোড ও সানকিপাড়া এলাকায় সরকারি নির্দেশনা অমান্য করে কোচিং সেন্টার খোলা রাখার দায়ে দুটি প্রতিষ্ঠানকে (অগ্রগতি কোচিং সেন্টার ও আইডিয়াল কমার্স একাডেমি) বন্ধ করে দেয়া হয়। এসময় প্রতিষ্ঠান দুটিকে জরিমানা করা হয়।

আগের দিন মঙ্গলবার বাউন্ডারি রোডে  কণিকা ক্যাডেট কোচিংয়ের পরিচালক মাহাবুল আলমকে সাতদিনের জেল দেয়া হয়।

ময়মনসিংহ জেলা প্রশাসন মিজানুর রহমান জানান, এ ব্যাপারে ময়মনসিংহ জেলা প্রশাসন পক্ষ থেকে সংশ্লিষ্ট সবাইকে সতর্ক করা হয়েছে। সূত্রঃ ঢাকা টাইমস

Share this post

scroll to top