সাকিব অপরাধ করেনি, ভুল করেছে : মাহমুদউল্লাহ

ভুল করলেও সাকিব অপরাধ করেনি বলে মন্তব্য করেছেন বাংলাদেশে টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। ভারত সফরের জন্য ঢাকা ছাড়ার আগে বুধবার বিমানবন্দরে তিনি এই মন্তব্য করেছেন।

মাহমুদউল্লাহ বলেন, ‘সবাই জানি আমাদের দলের জন্য, দেশের জন্য কত বড় আঘাত। ও কত বড় খেলোয়াড়, সবাই জানি। হয়তো সে একটা ভুল করেছে, কিন্তু অপরাধ করেনি। আমাদের সবার সমর্থন তার সঙ্গে আছে। আমরা সাকিবকে ভালোবাসতাম। আশা করি, ভালোবেসে যাব। কিন্তু এটা তো আমাদের নিয়ন্ত্রণে নেই। আমার কাজ হচ্ছে খেলা এবং দেশের জন্য জান দিয়ে লড়া।’

জুয়াড়ির প্রস্তাব গোপন রাখার অপরাধে দুই বছরের জন্য নিষিদ্ধ হয়েছেন সাকিব। ভারত সফরের আগে সাকিবকে হারানোর বিষয়টি দলের জন্য বড় ধাক্কা। তবে এরপরও হাল ছাড়ছেন না মাহমুদউল্লারা। সাকিবকে হারানোর আঘাত নিয়েই জান দিয়ে লড়াই করার আশ্বাস দিয়ে গেলেন মাহমুদউল্লাহ।

আগামী ৩ নভেম্বর ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ শুরু করবে বাংলাদেশ। দুই ফরম্যাটের অধিনায়ক সাকিবের নেতৃত্বে বুধবার দেশ ছাড়ার কথা ছিল টাইগারদের। অথচ এক সন্ধ্যাতেই পাল্টে গেছে সবকিছু। অধিনায়কের নিষেধাজ্ঞায় দায়িত্ব পড়েছে মাহমুদউল্লাহ ও মুমিনুলের কাঁধে। বুধবার দলকে নিয়ে ভারতের উদ্দেশে উড়োজাহাজে চড়লেন মাহমুদউল্লাহ। যাওয়ার আগে জানালেন সাকিবের প্রতি নিজের ভালোবাসার কথা।

সাকিবের পরিবর্তে আসন্ন ভারত সফরের জন্য টি-টোয়েন্টিতে অধিনায়ক করা হয়েছে মাহমুদউল্লাহকে। নিজের দায়িত্ব নিয়ে মাহমুদউল্লাহ বলেন, ‘প্রথমত আমাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে, আমি চেষ্টা করব সর্বোচ্চ দিয়ে তা পালন করার। দেশের জার্সি গায়ে দিয়ে যখন নামব, চেষ্টা করব দল হিসেবে আমরা যেন সেরাটা দিতে পারি।’

টি-টোয়েন্টি সিরিজের জন্য সাকিবের পরিবর্তে জায়গা পেয়েছেন স্পিনার তাইজুল ইসলাম। আর ওপেনার তামিম ইকবাল ও মোহাম্মদ সাইফউদ্দিনের পরিবর্তে সুযোগ পেয়েছেন মোহাম্মদ মিঠুন ও আবু হায়দার রনি। এ ছাড়া টেস্ট দলে ফিরেছেন ইমরুল কায়েস ও আল আমিন।

টি-টোয়েন্টি দল : মাহমুদউল্লাহ (অধিনায়ক), লিটন দাস, মোহাম্মদ মিঠুন, সৌম্য সরকার, নাঈম শেখ, মুশফিকুর রহিম, আফিফ হোসেন, মোসাদ্দেক হোসেন, আমিনুল ইসলাম বিপ্লব, আরাফাত সানী, আবু হায়দার, তাইজুল ইসলাম, আল-আমিন হোসেন, মোস্তাফিজুর রহমান ও শফিউল ইসলাম।

টেস্ট সিরিজের দল : মুমিনুল হক (অধিনায়ক), সাদমান ইসলাম, ইমরুল কায়েস, মোহাম্মদ সাইফ হাসান, লিটন দাস, মোহাম্মদ মিঠুন, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, মোসাদ্দেক হোসেন, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, মোহাম্মদ নাঈম হাসান, মোস্তাফিজুর রহমান, আল-আমিন হোসেন, আবু জায়েদ রাহী ও এবাদত হোসেন।

Share this post

scroll to top