ঢাকাSunday , 27 October 2019
  1. Correspondent
  2. English News
  3. আজকের ময়মনসিংহ
  4. আদালত
  5. আন্তর্জাতিক সংবাদ
  6. ইসলাম ও জীবন
  7. এক্সক্লুসিভ ময়মনসিংহ
  8. করোনা আপডেট
  9. করোনায় সহযোগীতা
  10. খেলার সংবাদ
  11. চাকুরী
  12. ছবি গ্যালারী
  13. জাতীয় অহংকার
  14. জাতীয় নির্বাচন ২০১৮
  15. জাতীয় সংবাদ
আজকের সর্বশেষ সবখবর

আদিলুর রহমান খান এফআইডিএইচ’র এশিয়া অঞ্চলের সেক্রেটারি জেনারেল নির্বাচিত

Link Copied!

মানবাধিকার সংগঠন অধিকার-এর সেক্রেটারি ও সুপ্রিম কোর্টের আইনজীবী আদিলুর রহমান খান আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন ‘ইন্টারন্যাশনাল ফেডারেশন ফর হিউম্যান রাইটস্‌’ (এফআইডিএইচ)-এর এশিয়া অঞ্চলের সেক্রেটারি জেনারেল নির্বাচিত হয়েছেন। গত ২৪শে অক্টোবর তাইওয়ানের রাজধানী তাইপেতে অনুষ্ঠিত বিশ্বের ২য় পুরনো মানবাধিকার সংগঠন এফআইডিএইচ (১৯২২ সালে প্রতিষ্ঠিত)-এর ৪০তম কংগ্রেসে তিনি সেক্রেটারি জেনারেল নির্বাচিত হন। এর আগে তিনি এফআইডিএইচএ’র ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন। উল্লেখ্য, আদিলুর রহমান খান আশির দশকে সামরিক শাসনের বিরুদ্ধে ছাত্র আন্দোলনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। এরপর তিনি মানবাধিকার কর্মকাণ্ডে জড়িত হন এবং ১৯৯৪ সালের ১০ই অক্টোবর মানবাধিকার সংগঠন অধিকার প্রতিষ্ঠার সময় থেকে তিনি এর সঙ্গে সংশ্লিষ্ট হন। পরবর্তীতে তিনি অধিকার-এর সেক্রেটারি নির্বাচিত হন। মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে জোরালো অবস্থান নেয়ায় এবং প্রতিবেদন প্রকাশ করায় আদিলুর রহমান এবং অধিকার ২০১৩ সাল থেকে সরকারের রোষানলে পড়েন। এই সময় সরকার তার এবং অধিকার-এর পরিচালকের বিরুদ্ধে নিবর্তনমূলক তথ্যপ্রযুক্তি আইনে মামলা দায়ের করেন এবং গ্রেপ্তার করে কারাগারে বন্দি রাখেন।

মানবাধিকার সংগ্রামে জোরালো ভূমিকা পালনের জন্য তিনি গুয়াংজু হিউম্যান রাইটস্‌ অ্যাওয়ার্ড এবং রবার্ট এফ. কেনেডি অ্যাওয়ার্ড সহ কয়েকটি আন্তর্জাতিক পুরস্কারে ভূষিত হয়েছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।