জাতীয় নিরাপত্তা সড়ক দিবস -২০১৯ উপলক্ষে ময়মনসিংহে সড়ক নিরাপত্তা জনসচেতনতা বৃদ্ধি মূলক রচনা প্রতিযোগিতা পুরস্কার বিতরণ বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মঙ্গলবার (২২অক্টোবর) সকাল ১০ টায় ময়মনসিংহ বিআরটিএ অফিসের সম্মুখ হতে টাউনহল মোড়ে এসে র্যালিটি শেষ হয়।তারেক স্মৃতি অডিটোরিয়ামে অলোচনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ময়মনসিংহ জেলা প্রশাসক মোঃ মিজানুর রহমান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্তিত ছিলেন ময়মনসিংহের বিভাগীয় কমিশনার খোন্দকার মোস্তাফিজুর রহমান এনডিসি। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্তিত ছিলেন ময়মনসিংহ রেঞ্জের অতিরিক্ত ডিআইজি ড. মোঃ আক্কাছ উদ্দিন ভূঁঞা,ময়মনসিংহ সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী মোঃ ওয়াহিদুজ্জামান, ময়মনসিংহ জেলা মোটর মালিক সমিতির সভাপতি আলহাজ্ব মোঃ মমতাজ উদ্দিন, ময়মনসিংহ নিরাপদ সড়ক চাই এর সভাপতি আব্দুল কাদের চৌধুরী, ময়মনসিংহ মোটর মালিক সমিতির মহাসচিব মোঃ মাহবুবুর রহমান, ময়মনসিংহ জেলা মোটরযান কর্মচারী সমিতির আহ্বায়ক হাজী মোঃ আব্দুল মান্নান।
এছাড়াও অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন ময়মনসিংহ সার্কেল বিআরটিএ সহকারী পরিচালক (ইঞ্জিঃ) মোঃ আব্দুল খালেক, ময়মনসিংহের অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট ফরিদা ইয়াসমিন। অনুষ্ঠানে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন আমরা যতই নিরাপদ সড়ক চাই এর জন্য আন্দোলন করি না কেন যদি না আমরা সচেতন না হয় তবে সড়ক দূর্ঘটনা প্রতিরোধ করা সম্ভব নয়,এজন্যই প্রতিদিনই সড়ক দূর্ঘটনা ঘটছে। তাই সবাইকে সচেতন হতে হবে। জাতীয় নিরাপদ সড়ক দিবস এর আয়োজন করেন ময়মনসিংহ জেলা প্রশাসক ও বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি ( বিআরটিএ) ময়মনসিংহ সার্কেল। অনুষ্ঠান শেষে সড়ক নিরাপত্তা জনসচেতনতা বৃদ্ধি মূলক রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। সূত্রঃ বিডি বুলেটিন