পাওনা টাকা চাইতে গিয়ে প্রতিপক্ষের হাতে খুন

সিরাজগঞ্জের কাজিপুরে পাওনা টাকা চাইতে গিয়ে প্রতিপক্ষের হাতে সবুজ (২৬) নামের এক যুবক খুন হয়েছে। নিহত সবুজ দুর্গম চরাঞ্চলের তেকানী ইউনিয়নের আদিত্যপুর চরের মিনজাল হোসেনের পুত্র।

নিহতের পারিবার ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, গত ১৮ অক্টোবর দিবাগত রাত ১১টায় নিহত সবুজ মিয়া কিনিরবেড় গ্রামের সরবেশের বাড়িতে বাবুর নিকট পাওনা ৩০ হাজার টাকার জন্য যায়। এ সময় সরবেশের তিন ছেলে মোমিন (৩৫), মোনারুল (৩০), বাবু (২৫) ও তাদের সহযোগীদের সাথে কথা কাটাকাটির এক পর্যায়ে সবুজকে গরু চোর অপবাদে গাছের সাথে বেঁধে পেটাতে থাকে। পরে আনুমানিক রাত ২টায় মৃত্যবরণ করে সবুজ।

খবর পেয়ে কাজিপুর থানা পুলিশ লাশ উদ্ধার করে সিরাজগঞ্জ সদর হাসপাতলের মর্গে প্রেরণ করেছে। এ ব্যাপারে নিহতের পিতা মিনজাল হোসেন বাদী হয়ে ১২ জনকে অভিযুক্ত করে কাজিপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেছে।

ঘটনার সাথে জড়িত সন্দেহে দুইজনকে আটক করেছে। কাজিপুর থানা পুলিশ জিজ্ঞাসাবাদে নিহত ব্যক্তি সরবেশের পুত্র মমিনের স্ত্রীর সাথে অনৈতিক কাজে জড়িত সন্দেহে তাকে পিটিয়ে খুন করা হয়েছে বলে জানতে পেরেছে।

Share this post

scroll to top