ফরিদপুরের মধুখালী উপজেলায় এক পাটকল শ্রমিকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত পাটকল শ্রমিকের নাম হৃদয় শেখ (২১)। মঙ্গলবার (১৫ অক্টোবর) সন্ধ্যায় খবর পেয়ে গলায় গামছা ও লুঙ্গি পেচানো অবস্থায় লাশটি উদ্ধার করে পুলিশ। নিহত হৃদয় শেখ মধুখালীর মেগচামী ইউনিয়নের চর যাদবপুর গ্রামের ইকবাল শেখের ছেলে। তিনি আশাপুরে অবস্থিত রাজ্জাক জুট মিলে শ্রমিক হিসেবে কাজ করতেন। ওই জুটমিলের স্টাফ কোয়ার্টারে থাকতেন তিনি।
মধুখালী থানার এসআই সাজ্জাদ হোসেন জানান, মিল কর্তৃপক্ষের নিকট থেকে খবর পেয়ে গলায় গামছা ও লুঙ্গি পেচানো অবস্থায় মঙ্গলবার হৃদয় শেখের লাশটি উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে সে আত্মহত্যা করেছে।
নিহতের পরিবারের বরাত দিয়ে তিনি জানান, মানসিকভাবে হৃদয় বিপর্যস্ত ছিলো বলে জানা গেছে। গত তিনদিন যাবত সে জুটমিলের কাজে যোগ দেয়নি। এ ঘটনায় মধুখালী থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে।