ভোলার ভেদুরিয়ায় খেলতে গিয়ে পানিতে পড়ে দুই শিশুর মৃত্যু হয়েছে। বুধবার সদরের ভেদুরিয়া ইউনিয়নের ৪নং ওয়ার্ডের খালেক বেপারী বাড়িতে এ ঘটনা ঘটে।
জানা গেছে, সদর উপজেলার ভেদুরিয়া ইউনিয়নের ৪নং ওয়ার্ডের আবদুল খালেক বেপারী বাড়ির জাবেদ (৭) ও রাজিব (৩) নামের দুই শিশু খেলতে গিয়ে বাড়ির পুকুরের পানিতে পড়ে যায়। অনেক খোঁজাখুজির পর পরিবারের লোকজন তাদের লাশ পুকুর থেকে উদ্ধার করে।
রাজিব ওই বাড়ির মোঃ রফিকের ছেলে। আর জাবেদ ঢাকা থেকে ওই বাড়িতে বেড়াতে এসেছে। তবে তার বাবার নাম জানা যায়নি। এ ঘটনায় নিহতের পরিবারের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।
এ ব্যাপারে ভেলুমিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ বলেন, বিষয়টি আমরা শুনেছি। এখন ঘটনাস্থলে যাচ্ছি। সেখানে গিয়ে বাকিটা জানা যাবে।