স্টাফ রিপোর্টার : ময়মনসিংহ শহরের গোলপুকুর পাড় এলাকায় শাওন ভট্টাচার্য (২০) নামে এক কলেজ ছাত্র খুন হয়েছেন। রাত সোয়া নয়টায় শহরের গোলপুকুরপাড় মন্দিরের কাছে হত্যার শিকার ওই শিক্ষার্থীর নাম শাওন ভট্টাচার্য (২১)। সে ময়মনসিংহ কমার্স কলেজের ২য় বর্ষের ছাত্র বলে জানা গেছে। এ ঘটনায় মাহিন নামের এক যুবককে আটক করা হয়েছে বলে জানিয়েছেন কোতোয়ালী মডেল থানার ওসি খন্দকার শাকের আহামেদ।
খবর পেয়ে ময়মনসিংহের পুলিশ সুপার মো শাহ আবিদ হোসেন হাসপাতালে ছুটে যান এবং জড়িতদের গ্রেফতারের নির্দেশ প্রদান করেন। হাসপাতালে সাংবাদিকদের কাছে জানিয়েছেন, প্রতিমা বিসর্জনের প্রস্তুতি চলছিল। মন্দিরের বাইরে শাওন ভট্রচার্যকে ছুরিকাঘাত করলে সে মারা যায় । জড়িতদের গ্রেফতার করতে পুলিশ মাঠে নেমেছে বলে্ও জানান পুলিশ সুপার মো শাহ আবিদ হোসেন।
নিহত শাওন ভট্টাচার্য নগরীর ব্রাহ্মপল্লি এলাকায় পরিবারের সাথে ভাড়া বাসায় থাকতেন। তার পিতা শুভাশীষ ভট্টাচার্য বলেন, কারা কেন আমার ছেলেকে হত্যা করেছে আমি কিছুই জানি না। আমি আমার ছেলের হত্যাকারীদের বিচার চাই। এসময় কান্নায় ভেঙ্গে পড়েন নিহত শাওনের মা।
আহত শাওনকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসাপতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।