ইন্দুরকানীতে পানিতে ডুবে আবীর (১০) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। আবীর উপজেলার ইন্দুরকানী গ্রামের আল আমীন হাওলাদারের একমাত্র পুত্র।
জানা যায়, শনিবার দুপুরে আবীর তার পিতার সাথে বাড়ীর সামনের খালে গোসল করতে যায়। আবীরের পিতা আল আমিন গোসল শেষে আবীরকে তাড়াতাড়ি খাল থেকে উঠতে বলে সে ঘরে ফিরে। এরপর আবীর ঘরে না ফেরায় অনেক খোজাখুজির পর খাল থেকে তাকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়।
আবীর ইন্দুরকানী মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণীর ছাত্র ছিল।