ঢাকাFriday , 4 October 2019
  1. Correspondent
  2. English News
  3. আজকের ময়মনসিংহ
  4. আদালত
  5. আন্তর্জাতিক সংবাদ
  6. ইসলাম ও জীবন
  7. এক্সক্লুসিভ ময়মনসিংহ
  8. করোনা আপডেট
  9. করোনায় সহযোগীতা
  10. খেলার সংবাদ
  11. চাকুরী
  12. ছবি গ্যালারী
  13. জাতীয় অহংকার
  14. জাতীয় নির্বাচন ২০১৮
  15. জাতীয় সংবাদ
আজকের সর্বশেষ সবখবর

এই প্রথম ইহুদি নববর্ষে শুভেচ্ছা জানাল সৌদি-আমিরাত

Link Copied!

ইহুদি ধর্মের পবিত্রতম দিন হিব্রু নববর্ষ উপলক্ষে যুক্তরাষ্ট্রে বসবাসরত ইহুদি ধর্মাবলম্বীদির শুভেচ্ছা জানিয়েছে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত। ইসরাইলও সৌদি-আমিরাতকে ধন্যবাদ জানিয়েছে।

বুধবার ওয়াশিংটনে সৌদি দূতাবাসের পক্ষ থেকে প্রথমবারের মতো ইহুদিদেরকে নববর্ষের এই শুভেচ্ছা জানানো হয় বলে আরটি অনলাইনের খবরে বলা হয়েছে।

হিব্রু নববর্ষ উপলক্ষে ওয়াশিংটনে নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত প্রিন্স রিমা বিনতে বান্দার বিন সুলতান আল সৌদ স্বাক্ষরিত একটি শুভেচ্ছাবার্তার ছবি আন্তর্জাতিক গণমাধ্যমসহ সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে।

বার্তাটিতে ইহুদিদের প্রতি শুভেচ্ছা জানিয়ে বলা হয়েছে, রোশ হাশানা (হিব্রু নববর্ষ) উপলক্ষে তোমাদের জন্য একটি আনন্দময় ও সুন্দর বছরের প্রত্যাশা করি।

ইহুদিদের অবৈধ রাষ্ট্র ইসরাইল কর্তৃক সৌদি আরবের বিজয় দিবসের শুভেচ্ছা জানানোর কয়েকদিন পরই সৌদি দূতাবাসের পক্ষ থেকে হিব্রু নববর্ষের শুভেচ্ছা জ্ঞাপন করায় বেশ চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। এ নিয়ে ফিলিস্তিনী মিডিয়ায় চলছে ব্যাপক আলোচনা।

বিশ্লেষকরা মনে করছেন, সৌদি আরবের প্রতি ইসরাইলের শুভেচ্ছা প্রকাশ ছিল আরব উপসাগরীয় দেশগুলোর সঙ্গে অবৈধ রাষ্ট্রটির সম্পর্ক উন্নয়নের একটি কৌশল মাত্র।

এদিকে ইসরাইলকে হিব্রু নববর্ষের শুভেচ্ছা জানিয়ে সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্রমন্ত্রী আব্দুল্লাহ বিন যায়েদ এক টুইটবার্তায় লিখেছেন, কল্যাণ ও বরকতে পরিপূর্ণ হোক নববর্ষ।

ইহুদিদের নববর্ষ হিব্রু মাসের তিশরীর প্রথম দুই দিন রোববার সন্ধ্যা থেকে শুরু এবং মঙ্গলবার সন্ধ্যায় শেষ হয়। এই দুই দিন ইহুদিদের হিব্রু নববর্ষ উদযাপনের জন্য ছুটিও ঘোষণা করা হয়।

সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত ইহুদিবাদী অবৈধ রাষ্ট্র ইসরাইলের সঙ্গে আগে থেকেই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখে। গত বছর ভারতীয় এয়ার ইন্ডিয়াকে তেল আবিবে ফ্লাইট পরিচালনার জন্য নিজেদের ভূখণ্ড ব্যবহারের অনুমতিও দিয়েছে সৌদি আরব।

প্রসঙ্গত সৌদি আরবের প্রথম নারী রাষ্ট্রদূত হিসেবে চলতি বছর নিয়োগ পেয়েছেন প্রিন্সেস রিমা বিনতে বন্দর বিন সুলতান। নারী রাষ্ট্রদূত হিসেবে তাকেই প্রথম নিয়োগ দিয়েছে সৌদি কর্তৃপক্ষ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।