ইন্ডিয়ান প্রিমিয়ার লীগের (আইপিএল) ১৩তম আসরের নিলাম হবে আগামী ডিম্বেসরে। নিলামের নতুন ভেন্যু কলকাতা হতে যাচ্ছে বলে জানিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিআইসি)। ১৯ ডিসেম্বর সেখানে নিলাম অনুষ্ঠিত হবে।
এর আগে বেঙ্গালুরুতেই হতো আইপিএলের নিলাম।
গতকাল সোমবারই আটটি ফ্রাঞ্চাইজি দলকে এই তারিখ জানিয়ে দেয়া হয়েছে। নভেম্বরের ১৪ তারিখে ট্রেডিং উইন্ডো বন্ধ হয়ে যাবে বলেও তাদের জাননো হয়েছে।
প্রতিটি দলের জন্য ৮৫ কোটি রুপি বরাদ্দ রয়েছে। প্রয়োজনে আরো তিন কোটি রুপি তারা ব্যয় করতে পারবে।
আটটি দলের মধ্যে দিল্লি ক্যাপিটালস সবচেয়ে বেশি ধনী। তাদের হাতে আছে ৮.২ কোটি রুপি। এরপর রাজস্থান রয়েলস ৭.১৫ কোটি রুপি। কলকাতা নাইট রাইডার্স ৬.০৫ কোটি রুপি। সানরাইজার্স হায়দরাবাদ ৫.৩ কোটি রুপি। বর্তমান চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ান্স আছে ৩.০৫ কোটি রুপি নিয়ে আর রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু ১.৮ কোটি রুপি।
– ক্রিকইনফো