জয়পুরহাটে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার ধরঞ্জী ইউপির উঁচনা গ্রামে সোমবার রাতে পানিতে ডুবে মরিয়ম (৫) ও মুনিরা (৬) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে ।

নিহত দুই শিশু উপজেলার উঁচনা গ্রামের রুবেল হোসেনের মেয়ে মরিয়ম ও তার ভাই মোকলেছার রহমানের মেয়ে মুনিরা।

নিহত শিশু দুটির বড় মা আলেমুনি জানান, সোমবার বিকেলে শিশু দুটি বাড়িতে খাবার খেয়ে বৃষ্টির মধ্যে বের হয়ে যায়। তারপর পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজির পর রাতে প্রতিবেশী ফিরোজের বাড়ির সামনের একটি গর্ত থেকে ভাসমান অবস্থায় শিশু দুটির লাশ উদ্ধার করে থানায় খবর দিলে পুলিশ রাতেই শিশু দুটির লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

Share this post

scroll to top