গুলিতে পুলিশ কর্মকর্তার ছেলের আত্মহত্যা

পিস্তলের গুলিতে আত্মহত্যা করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের উপকমিশনার (ডিসি) সাজ্জাদুর রহমানের ছেলে সাদিক।

আজ সোমবার সকালে আজিমপুরের সরকারি কোয়ার্টারের ৬৭ নম্বর বাসায় এ ঘটনা ঘটে।

সাদিক ঢাকা সিটি কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন।

ডিএমপির লালবাগ থানার ওসি (অপারেশন) আসলাম উদ্দিন জানান, সাদিকের বাবা মহানগর পুলিশের রমনা বিভাগের ডিসি সাজ্জাদুর রহমান। আজ ভোরের দিকে তাদের আজিমপুর সরকারি কোয়ার্টারের বাসায় বাবার লাইসেন্স করা পিস্তলের গুলিতে তিনি আত্মহত্যা করেন। তবে তাৎক্ষণিকভাবে আত্মহত্যার কোনো কারণ জানা যায়নি।

লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

Share this post

scroll to top