নগদ ৩২৫ টাকাসহ ৫ জুয়াড়ি গ্রেফতার

রাজবাড়ীর বালিয়াকান্দি থানা পুলিশ জুয়ার বোর্ডে অভিযান চালিয়ে নগদ টাকা, তাসসহ ৫ জুয়াড়িকে গ্রেফতার করেছে।

গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার বহরপুর ইউনিয়নের বহরপুর গ্রামের নুর হোসেন মিয়ার ছেলে মোঃ জসিম উদ্দিন (৪০), মজিদ খন্দকারের ছেলে বাবুল খন্দকার (৫০), কাদের মল্লিকের ছেলে মনিরুজ্জামান (৫০), ইয়াকুব্বর ওরফে অতুলের ছেলে মোঃ আসলাম (৩৫)।

শুক্রবার রাত দেড়টার দিকে অভিযান চালিয়ে বালিয়াকান্দি উপজেলার বহরপুর ইউনিয়নের বহরপুর উত্তরপাড়া চৌরাস্তা ক্লাবের সামনে জুয়ার বোর্ডে অভিযান চালিয়ে পুলিশ গ্রেফতার করে।

বালিয়াকান্দি থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ ওবায়েদুল হক বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে নগদ ৩২৫ টাকা, তাসসহ ৫ জনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতদেরকে শনিবার সকালে জুয়া আইনের মামলায় রাজবাড়ী আদালতে পাঠানো হয়েছে।

Share this post

scroll to top