মানিকগঞ্জে স্কুলছাত্রীকে গণধর্ষণ ও হত্যা মামলায় ৪ জনের মৃত্যুদণ্ড

মানিকগঞ্জের সিংগাইর উপজেলার ওয়াইজনগর গ্রামে পঞ্চম শ্রেণীর স্কুলছাত্রী রুমানা আক্তারকে (১৩) গণধর্ষণ শেষে হত্যার ঘটনায় চারজনকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত।

আজ মঙ্গলবার দুপুর ২টায় নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ আলী হোসাইন এ রায় দেন

মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, ২০০৮ সালের ১৬ জুলাই স্কুলে যাওয়ার পথে রুমানাকে অপহরণ করে নিয়ে যায় আসামিরা। পরে স্কুলের পাশের একটি পাটক্ষেতে নিয়ে পালাক্রমে ধর্ষণ শেষে শ্বাসরোধ করে হত্যা করে তারা। পরে এ ঘটনায় স্কুলছাত্রীর চাচা কদম আলী বাদী হয়ে ছয়জনকে আসামি করে মামলা করে।

আদালত মোট ১৫ জনের সাক্ষ্য শেষে ঘটনার সাথে জড়িত থাকার দায়ে চারজনকে মৃত্যুদন্ডের আদেশ দেন। অপর দুই আসামিকে এ মামলা থেকে খালাস দেয়া হয়।

দন্ডপ্রাপ্ত চার আসামি হলো সিংগাইরের এনামুল হক, রমজান আলী, আব্দুল হাকিম ও ফাইজুল। খালাস পাওয়া দুজন হলেন মুরাদ ও সাইফুল।

আসামি আব্দুল হাকিমের উপস্থিতিতে এ রায় ঘোষণা করা হয়। মামলার অন্য আসামিরা পলাতক রয়েছে।

রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন স্পেশাল পিপি একেএম নুরুল হুদা রুবেল আর আসামি পক্ষের আইনজীবী ছিলেন অ্যাড. নুরুজ্জামান হোসেন।

Share this post

scroll to top