ফরিদপুরে মোটরসাইকেল চাপায় এক বৃদ্ধা নিহত হয়েছেন। নিহত বৃদ্ধের নাম হাজেরা বেগম (৬৮)। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে ফরিদপুর-চরভদ্রাসন আঞ্চলিক সড়কে চরভদ্রাসনের গাজীরটেক ইউনিয়নের গাজীরটেক মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত হাজেরা বেগম উপজেলার গাজীরটেক গ্রামের মৃত শেখ মোহরের স্ত্রী।
এদিকে ওই দুর্ঘটনায় আহত হয়েছেন ঘাতক মোটরসাইকেল চালক রায়হান ব্যাপারী (১৮)। তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সে একই গ্রামের আজহার ব্যাপারির ছেলে। চলতি বছর উচ্চ মাধ্যমিক পাশ করেছে রায়হান।
ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানায়, বৃহস্পতিবার সকালে বৃদ্ধা হাজেরা বেগম সড়কের পাশে বসে পাটের আশ ছাড়াচ্ছিলেন। ওই সময় ফরিদপুরগামী ওই মোটরসাইকেলটি ঘটনাস্থলে আসার পর চালক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে অবস্থানরত বৃদ্ধাকে চাপা দেয়। এতে বৃদ্ধা হাজেরা বেগম ঘটনাস্থলেই নিহত হন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে চরভদ্রাসন থানার এসআই ইফতেখারুল ইসলাম বলেন, এ দুর্ঘটনায় হাজেরা বেগম ঘটনাস্থলেই নিহত হন। একই ঘটনায় আহত হয় মোটরসাইকেল চালক রায়হান ব্যাপারী। তাকে এলাকাবাসী উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।