যে কারণে হাফ সেঞ্চুরি উদযাপন করেননি আফিফ

দারুণ এক ইনিংস খেলে দলকে জিতিয়েছেন। ম্যাচ শেষ করে ফিরতে না পারলেও আফিফ হোসেন যখন আউট হয়েছেন ততক্ষণে ম্যাচ বাংলাদেশের হাতের মুঠোয়। পেয়েছেন আন্তর্জাতিক ক্রিকেটে নিজের প্রথম ফিফটি। কিন্তু তবু আফিফ হোসেনকে কোন উদযাপনই করতে দেখা যায়নি।

জিম্বাবুয়ের বিপক্ষে আট নম্বর ব্যাটসম্যান হিসেবে আফিফ হোসেন ধ্রুব যখন ক্রিজে গিয়েছিলেন, তখন জয়ের আশা ছেড়েই দিয়েছিল বাংলাদেশের দর্শক সমর্থকরা। ৬০ রানে নেই ৬ উইকেটে। ১৪৫ রানে লক্ষ যেন তখন বহু মাইল দূরের পথ। কিন্তু সেই অসম্ভবকে সম্ভব করেছেন বলতে গেলে আফিফ একাই। মোসাদ্দেক হোসেনের সাথে জুটি গড়ে দলকে এনে দিয়েছেন জয়ের বন্দরে। ধ্রুব তাঁরা হয়ে জ্বলেছেন, উজ্জল করেছেন দলকে।

২৬ বলে ৫২ রান করে জয়ের থেকে সামান্য দূরে থাকতে আউট হয়েছেন। কিন্তু এমন এক লড়াকু হাফ সেঞ্চুরি করেও কোন উদযাপন করেননি। শুধু মাঝ উইকেটে তাকে জড়িয়ে ধরেছেন সতীর্থ মোসাদ্দেক হোসেন।

সংবাদ সম্মেলনে এ বিষয়ে জানতে চাইলে আফিফ বলেন, ‘ফিফটি হয়েছে খেয়াল করিনি। তখন চিন্তায় ছিল ম্যাচ যেন শেষ করতে হবে। ভাবনা ছিল একবারে ম্যাচ শেষ করেই উদযাপন করব। ম্যাচটা শেষ করতে পারিনি, তার আগে আউট হয়ে গেছি।’

আরো বলেন, ‘সবারই ইচ্ছে থাকে এমন ইনিংস খেলে দেশকে জেতানোর। আজ (কাল) আমার সেই ইচ্ছাটা পূরণ হয়েছে।

সত্যিই তো, যখন দলের চিন্তাই বড় হয়ে দাড়ায় তখন ব্যক্তিগত অর্জন নিয়ে ভাবার সময় কোথায় প্রকৃত লড়াকুদের। আফিফ যেন সেটাই মনে করিয়ে দিলেন আরো একবার।

২০১৮ সালের ফেব্রুয়ারিতে শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টিতে অভিষেক। তবে একটি টি-টোয়েন্টি খেলেই আবার বাদ। তার আগে বিপিএলে আলো ছড়িয়েছেন। দুর্দান্ত খেলেছেন গত অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে। সর্বশেষ ঘরোয়া ক্রিকেটে ভালো করে আবার ডাক পেয়েছেন ত্রিদেশীয় সিরিজে।

Share this post

scroll to top