রেকর্ড স্কোর ত্রিনবাগোর

ফ্রাঞ্চাইজি ক্রিকেটে সর্বোচ্চ রানের রেকর্ড গড়েছে ত্রিনবাগো নাইট রাইডার্স। ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে আজকের ম্যাচে আগে ব্যাট করে দলটি নির্ধারিত ২০ ওভারে তুলেছে ২ উইকেটে ২৬৭ রান। ফ্রাঞ্চাইজি টি-টোয়েন্টিতে এটি বিশ্ব রেকর্ড। আর সব ধরনের টি-টোয়েন্টি মিলিয়ে এই স্কোরটি আছে দ্বিতীয় অবস্থানে (সর্বোচ্চ ২৭৮/৩ আফগানিস্তান)।

জ্যামাইকার কিংসটনে বাংলাদেশ সময় শনিবার সকালে অনুষ্ঠিত ম্যাচে আগে ব্যাট করে স্বাগতিক জ্যামাইকা তালাওয়াশের বিপক্ষে রানের পাহাড় গড়ে কাইরন পোলার্ডের ত্রিনবাগো নাইট রাইডার্স। ওপেনার লেন্ডল সিমন্স ৪২ বলে ৮৬, কলিন মুরনো ৫০ বলে অপরাজিত ৯৬ ও অধিনায়ক পোলার্ড মাত্র ১৭ বলে ৪৫ রান করেন। মোট ১৭টি ছক্কা ২১টি চার এসেছে তাদের ব্যাট থেকে। নির্ধারিত ২০ ওভারে ২ উইকেটে ২৬৭ রান তোলে দলটি।

জবাব দিতে নেমে ক্রিস গেইলের জ্যামাইকা তালাওয়াশও উদ্বোধনী জুটিতে ৮৮ রান তোলে। এক প্রান্তে গেইল আর অন্য প্রান্তে গ্লেন ফিলিপসের মারদাঙ্গা ব্যাটিংয়ে জয়ের পথেই চলতে থাকে দলটি। কিন্তু ব্যক্তিগত ৩৯ রানে গেইল ও ৬২ রানে ফিলিপস বিদায় নিলে আর কোন ব্যাটসম্যান সমানতালে লড়তে পারেননি। যার ফলে ৫ উইকেটে ২২৬ রানে থামে দলটি। ম্যাচ হারে তারা ৪১ রানে।

Share this post

scroll to top