স্টাফ রিপোর্টার : ময়মনসিংহে গোয়েন্দা পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে মাদক মামলার এক আসামি নিহত হয়েছেন।
জেলা গোয়েন্দা পুলিশের ওসি শাহ কামাল হোসেন জানান, শনিবার রাত দেড়টার দিকে ময়মনসিংহ সদরের নিজাম নগর এলাকায় গোলাগুলির ওই ঘটনা ঘটে। বন্ধুকযুদ্ধে নিহত সজল মিয়ার (২৪) বাড়ি ময়মনসিংহ শহরের কেষ্টপুর এলাকায়। তার বিরুদ্ধে মাদক বিক্রি, চুরি, ছিনতাইসহ বিভিন্ন অভিযোগে ছয়টি মামলা রয়েছে থানায়।
ওসি শাহ কামাল বলেন, মাদক চোরাকারবারিদের জড়ো হওয়ার খবর পেয়ে গোয়েন্দা পুলিশের একটি দল রাতে নিজাম নগর এলাকায় অভিযানে যায়। “পুলিশের উপস্থিতি টের পেয়ে গুলি ছোড়ে মাদক কারবারিরা। পুলিশও তখন আত্মরক্ষার্থে গুলি চালায়। কিছু সময় গোলাগুলি চলার পর মাদক ব্যবসায়ীরা পালিয়ে যায়। পরে সেখানে গুলিবিদ্ধ অবস্থায় সজলকে পাওয়া যায়।”
গুলিবিদ্ধ সজলকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন বলে জানান ওসি কামাল।