প্রথম ওভারেই জোড়া শিকার সাকিবের

তৃতীয় দিনের শুরুতেই বাংলাদেশ ২০৫ রানে অলআউট হয়ে যাওয়ায় ১৩৭ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমেছে আফগানিস্তান। আর দ্বিতীয় ইনংসে ব্যাট করতে নেমে টাইর অধিনায়ক সাকিব আল হাসানের সামনে ধুকছে আফগানরা। নিজের করা ইনিংসের প্রথম ওভারেই দুই আফগান ব্যাটসম্যানতে তুলে নেন সাকিব।

প্রথম ওভারে প্রথম উইকেটেই থামলেন না সাকিব আল হাসান। প্রথম ইনিংসে সেঞ্চুরি করা রহমত শাহকে ফেরালেন প্রথম বলেই। বাংলাদেশ অধিনায়ক উইকেট নিলেন টানা দুই বলে! যদিও হ্যাট্রিক করতে পারেননি সাকিব। কিন্তু নতুন বলে সাকিব-মিরাজের ঘূর্ণিতে উইকেটে টিকে থাকতেই যেন সংগ্রাম করছেন সফরকারী ব্যাটসম্যানরা। শেষ খবর পাওয়া পর্যন্ত আফগানিস্তানের সংগ্রহ ১১ ওভারে ২ উইকেট হারিয়ে ২০ রান। হাসমতউল্লাহ ১২ রান ও ইব্রাহিম ৪ রান নিয়ে ব্যাট করছেন।

এর আগে ব্যবধান কমানোর লক্ষ্য নিয়ে শনিবার সকালে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ। কিন্তু শেষ দুই জুটিতে স্বাগতিকরা খুব বেশি দূর এগোতে পারেনি। তৃতীয় দিনে দলীয় ১১ রান যোগ করেই শেষ বাংলাদেশের ইনিংস। আফগানদের লিড হয় ১৩৭ রানের।

আফগান অধিনায়ক রশিদের গুগলি একটুও পড়তে পারেননি শেষ ব্যাটসম্যান হিসেবে আউট হওয়া নাঈম। বল বাইরে যাবে ভেবে ছেড়ে দিয়েছিলেন, কিন্তু ভেতরে ঢুকে লাগে প্যাডে। আম্পায়ার আউট দিতে সময় নেননি একেবারেই। নাঈম অবশ্য রিভিউ নিয়েও সিদ্ধান্ত পরিবর্তন করতে পারেননি। নাঈম ফেরেন ৭ রানে আর বাংলাদেশের ইনিংস শেষ হয় ২০৫ রানে।

এর আগে ব্যবধান কমানোর লক্ষ্যে তৃতীয় দিন ব্যাটিংয়ে নেমে প্রথম ওভারেই বাজে শট খেলতে গিয়ে বোল্ড আউট হয় তাইজুল ইসলাম। আগের দিন দারুণ দৃঢ়তা দেখিয়েছিলেন তাইজুল। নতুন দিনের শুরুতেই হারিয়ে ফেললেন নিজেকে। রাউন্ড দা উইকেটে করা মোহাম্মদ নবীর স্ট্যাম্প সোজা বলে স্লগ করতে গেলেন। বল আসার আগেই চালিয়ে দেন ব্যাট। বল লাগে স্টাম্পে।

Share this post

scroll to top