স্টাফ রিপোর্টার : ময়মনসিংহে উদ্বোধন হলো তিন দিনব্যাপী আন্তর্জাতিক যুব চলচ্চিত্র উৎসবের। তবে আন্তর্জাতিক মানের এ উৎসবে তেমন উৎসবমুখর পরিবেশের সৃষ্টি করতে পারেনি আয়োজকরা। শহরের শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত এ মেলাতে ৩৫টি দেশের ৭৪টি চলচ্চিত্র প্রদর্শিত হওয়ার কথা থাকলেও উৎসবকে ঘিরে শিল্প ও সংস্কৃতির নগরী ময়মনসিংহে তেমন উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যায়নি। সেজন্য প্রচারণাকেই দায়ি করছেন সংস্কৃতিমনা ব্যক্তিরা।
বৃহস্পতিবার দুপুরে এই উৎসবের উদ্বোধন করেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব রামেন্দু মজুমদার। এসময় উপস্থিত ছিলেন চলচ্চিত্র নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী, এনামুল করিম নির্ঝর, নুরুল আলম আতিক, জাহিদুর রহমান অঞ্জন, চলচ্চিত্র সমালোচক সাদিয়া খালিদ, ইরানি নির্মাতা মোর্তেজা ফার্মবাফ, ময়মনসিংহ জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এড. মোয়াজ্জেম হোসেন বাবুলসহ স্থানীয় সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।
উল্লেখ্য, ময়মনসিংহ শিল্পকলা একাডেমিতে সিনেমা বাংলাদেশের আয়োজনে ৫ থেকে ৭ সেপ্টেম্বর পর্যন্ত এই তিন দিন তরুণ নির্মাতারা চলচ্চিত্র প্রতিযোগিতায় অংশ নেবেন।