একসাথে দুটি দায়িত্ব পেলেন পাকিস্তানের সাবেক ক্রিকেটার মিসবাহ-উল হক। পুরুষ ক্রিকেট দলের প্রধান কোচ ও নির্বাচক হলেন তিনি। পাকিস্তান ক্রিকেটে এই প্রথম একসাথে দুটি দায়িত্ব পালন করবেন একজন। পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) এক বিজ্ঞপ্তিতে এ খবর জানিয়েছে।
দলের বোলিং কোচের দায়িত্ব পেয়েছেন ওয়াকার ইউনুস। তবে ব্যাটিং কোচের পদটি এখনো খালি আছে।
আগে দলটির প্রধান কোচের দায়িত্বে ছিলেন মিকি আর্থার আর নির্বাচক ছিলেন ইনজামামুল হক।
নতুন দায়িত্ব পাওয়ার পর মিসবাহ বলেন, ‘পাকিস্তান দলের নির্বাচক ও প্রধান কোচের দায়িত্ব পেয়ে আমি গর্বিত। এটি খুবই সম্মানের। তারচেয়েও বেশি হলো, অনেক বড় দায়িত্ব এখন আমার কাঁধে।’
মিসবাহ সব ধরণের ক্রিকেট থেকে অবসর নেন ২০১৭ সালের ১৪ মে।