বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিশ্বের তিনজন সৎ নেতার একজন শেখ হাসিনা। বঙ্গবন্ধু যখন মারা গেলো, তখন তার কোনো সম্পদ ছিল না। এটা তার সততা। বঙ্গবন্ধুর পরিবার থেকে শিক্ষা নাও। জয় সফরওয়্যার ইঞ্জিনিয়ার, পুতুল অটিজম নিয়ে কাজ করে, ববি চাকরি করে। তাদের নিকট থেকে শিখতে হবে কিভাবে নিজের কর্মসংস্থান নিশ্চিত করে তারপর মানুষের সেবায় রাজনীতি করতে হয়। রাজনীতি কারো পেশা হতে পারে না। এটা বঙ্গবন্ধু বা আওয়ামী লীগের আদর্শ নয়। বুধবার দুপুরে বাংলাদেশ আওয়ামী লীগের প্রধান কার্যালয়ে বাংলাদেশ তাঁতী লীগ আয়োজিত ১৫ আগস্টের শোক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, তিনি আরো বলেন, বঙ্গবন্ধুর সৈনিক হিসেবে দাবি করে, বঙ্গবন্ধু ছবি ব্যবহার করে যারা দোকান যারা খুলেছেন তাদের রেহাই নেই। রাজনৈতিক দোকান যারা খুলেছেন তাদের রেহাই হবে না। এই নাম নিয়ে অপব্যবহার করা যাবে না। সৎ জীবনযাপন করার পরামর্শ দিয়ে তিনি বলেন, সারাক্ষণ পার্টি অফিসে ঘোরাফেরা না করে কিছু একটা করতে হবে। বড় কিছু জন্য বড় ত্যাগ স্বীকার করতে হবে।
সেতুমন্ত্রী বলেন, তাঁতী লীগসহ সবার উদ্দেশ্য বলছি, তোমরা বেকার থেকে রাজনীতি করলে মানুষ বলবে নিশ্চয় চাঁদাবাজি করে। তাই কাজ করো আর জনসেবার জন্য রাজনীতি করো। রাজনীতি কোনো পেশা না, জনসেবার কমিটমেন্ট। বঙ্গবন্ধুর নাম ব্যবহার করে যারা রাজনীতির ব্যবসা করে তাদের প্রশ্রয় দেয়া যাবে না।
কাদের বলেন, ১৫ আগস্টের হত্যাকারীরা বহুবার বঙ্গবন্ধুকে ইতিহাস থেকে মুছে ফেলতে চেষ্টা করেছে। যতোদিন সূর্য উঠবে ততোদিন বাংলাদেশে বঙ্গবন্ধুর নাম থাকবে। যারা ঘাতক পৃথিবীর ইতিহাসে কারো স্বাভাবিক মৃত্যু হয়নি। মীর জাফর, রায় দুর্লভ, জিয়াউর রহমান কারো স্বাভাবিক মৃত্যু হয়নি।
ইঞ্জিনিয়ার মো: শওকত আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- আব্দুস সোবহান গোলাপ, খগেন্দ্র চন্দ্র দেবনাথ, শাহে আলম মুরাদ, সুদীপ চন্দ্র হালদার প্রমুখ।