স্টাফ রিপোর্টার : ময়মনসিংহে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের ১২তম কারামুক্তি দিবস উপলক্ষ্যে দোয়া ও আলোচনা সভা করেছে জেলা উত্তর বিএনপি।
মঙ্গলবার বিএনপি নেতা আলহাজ্ব সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে এবং সাবেক জেলা যুবদল সভাপতি কামরুজ্জামান লিটনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা উত্তর বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক মোতাহার হোসেন তালুকদার। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হালুয়াঘাট উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক সালমান ওমর রুবেল, বিএনপি নেতা অ্যঅড.এনায়েতুর রহমান, জেলা উত্তর ওলামা দলের সভাপতি মাও.মাহাবুবুর রহমান, সিনিয়র সহ-সভাপতি রুহুল আমীন কায়কোবাদ, জেলা উত্তর ছাত্রদল সাধারন সম্পাদক রায়হান শরীফ হলুদ, সহ সভাপতি আমিনুল হক ভ‚ইয়া ইথেন, আজাহার উদ্দিন তালুকদার, মাসুদুল হক মাসুদ, নাদিম সারোয়ার টিটু প্রমুখ।