সাত দিনের মধ্যে শিমুল বিশ্বাসকে নতুন পাসপোর্ট প্রদানের নির্দেশ

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিশেষ সহকারী এ্যডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাসকে নতুন পাসপোর্ট আগামী সাত কার্যদিবসের মধ্যে সরবরাহ করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন সুপ্রীমকোর্ট।

বৃহস্পতিবার বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি রাজিক আল জলিলের সমন্বয়ে গঠিত বেঞ্চ এই নির্দেশ দেন। শিমুল বিশ্বাসের পক্ষে আইনজীবী ছিলেন এ্যডভোকেট খন্দকার মাহবুব হোসেন,ব্যরিস্টার সাইফুর রহমান,ব্যারিস্টার মীর হেলাল,এম মাসুদ রানা প্রমুখ।

গত ২১ জুলাই নতুন পাসপোর্ট পরবর্তী সাত কার্যদিবসের মধ্যে সরবরাহ নিস্পত্তি করার নির্দেশ দিয়েছিলেন সুপ্রীমকোর্টের একই বেঞ্চ। একইসঙ্গে শিমুল বিশ্বাসকে কেন পাসপোর্ট প্রদান করা হবে না-তা জানাতে পাসপোর্ট অধিদফতরের মহাপরিচালক ও আঞ্চলিক পাসপোর্ট অফিস,পাবনার সহকারী পরিচালকসহ চার জনের প্রতি রুল জারি করে সুপ্রীমকোর্ট। কিন্তু এই রুলনিশি এবং নির্দেশনা যথাযথ তামিল না হওয়ায় শিমুল বিশ্বাসের আইনজীবিরা আদালতের শরনাপন্ন হন। তার প্রেক্ষিতে আজ সুপ্রীমকোর্টের সংশ্লিষ্ট বেঞ্চ এই নিদেশ দেন।

প্রসঙ্গত, শিমুল বিশ্বাসের পাসপোর্ট হারিয়ে যাওয়ার পর নতুন পাসপোর্টের জন্য পাবনা আঞ্চলিক পাসপোর্ট অফিসে আবেদন করেন। গত ২৪ জুন এই পাসপোর্ট প্রদানের কথা ছিল। কিন্তু পাবনা আঞ্চলিক পাসপোর্ট অফিস তার নতুন পাসপোর্ট সরবরাহ করতে অপারগতা জ্ঞাপন করে। ফলে শিমুল বিশ্বাস পাসপোর্টের জন্য আদালতের আশ্রয় নেন।

Share this post

scroll to top