রাজস্থলিতে সেনা সদস্য হত্যার ঘটনায় একজন আটক

রাঙ্গামাটির রাজস্থলিতে সেনা সদস্য হত্যা ঘটনায় ক্যাইচিং মারমা নামে একজনকে আটক করেছে আইন-শৃঙ্খলা বাহিনী।

বুধবার রাত ১০টার দিকে খোয়াইতু পাড়া থেকে বিশেষ অভিযান চালিয়ে সেনা বাহিনী তাকে আটক করে। আটকের পর জিজ্ঞাসাবাদ শেষে আজ বৃহস্পতিবার তাকে রাজস্থলী থানায় হস্তান্তর করা হয়।

রাজস্থলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মফজল আহমদ খান, আজ সকাল ১০টায় তাকে রাজস্থলী থানা পুলিশের হাতে হস্তান্তর করা হয়েছে। বিশেষ অভিযানে সেনা সদস্য হত্যাকান্ডের ঘটনায় জড়িত থাকার অভিযোগে তাকে আটক করা হয়। তাকে রাঙ্গামাটি কোর্টে প্রেরণ করা হবে বলে তিনি জানান।

উল্লেখ্য, গত ১৮ আগস্ট রাজস্থলীর গাইন্দ্যা ইউনিয়ন দুর্গম পোয়াতু পাড়ায় সেনাবাহিনীর একটি টহল দলের উপর গুলি চালায় সন্ত্রাসীরা। এতে নাসিম আহম্মেদ (১৯) নামে এক সেনা সদস্য গুলিবিদ্ধ হয়। তাকে হেলিকপ্টারযোগে চট্টগ্রাম সম্মিলিত সামরিক হাসপাতালে নিয়ে যাওয়া হলে বিকেলে তার মৃত্যু ঘটে।

Share this post

scroll to top