চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) সাথে কথিত বন্দুকযুদ্ধে একজন নিহত হয়েছেন।
আজ বৃহস্পতিবার ভোর পৌণে ৪টার দিকে উপজেলার ভূজপুর থানার কোঠবাড়িয়া গ্রামের শিকদার পাড়া এলাকায় এই বন্দুকযুদ্ধের ঘটনা ঘটেছে বলে জানিয়েছে র্যাব-৭।
পরে ঘটনাস্থল থেকে র্যাব সদস্যরা সন্ত্রাসীদের ফেলে যাওয়া একটি একে-২২ রাইফেল এবং ৬৩ রাউন্ড গুলি উদ্ধার করেছে।
তবে র্যাব এখনো নিহত ব্যক্তির নাম-পরিচয় জানাতে পারেনি। নিহতের বয়স আনুমানিক ৪০ বছর।
র্যাব-৭’র সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি মাশকুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, ফটিকছড়ি উপজেলায় অস্ত্র বেচাকেনার খবর পেয়ে র্যাবের একটি টহল দল সেদিকে যায়। রাতে ভূজপুর থানার কোঠবাড়িয়া গ্রামের শিকদার পাড়া এলাকায় রাস্তার পাশ থেকে সন্ত্রাসীরা র্যাবের টহল দলের উপর হামলা চালায়। র্যাব পাল্টা গুলি করলে দু’পক্ষের বন্দুকযুদ্ধের এক পর্যায়ে সন্ত্রাসীরা পিছু হঠে পালিয়ে যায়। পরে ঘটনাস্থলে একজনের গুলিবিদ্ধ লাশ পড়ে থাকতে দেখা যায়। এ ঘটনায় র্যাবের দুই সদস্য আহত হয়েছেন বলে জানান তিনি।
এলাকাবাসী জানায়, রাত আনুমানিক ২টার দিকে ৭/৮ টি গুলির পব্দ শুনতে পান এবং সকালে র্যাবের সাথে গোলাগুলির কথা জানতে পারেন তারা।
র্যাব স্থানীয় পুলিশের সহযোগিতায় লাশটি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে পাঠিয়েছে।