রংপুর মেডিক্যাল কলেজ হাসাপাতালে সোমবার রাতে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মনিষা (১২) নামের এক শিশু মারা গেছেন। এ নিয়ে এই হাসপাতালে ডেঙ্গু রোগে ৪ জন মারা গেলেন। এখানে ভর্তি আছেন আরও ২৯ জন।
রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের ডেঙ্গু রোগি সংক্রান্ত রোগের মুখপাত্র মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক ডা. আসাদুজ্জামান নয়া দিগন্তকে জানান, গত ২৬ আগস্ট মনিষা ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি হন। আশঙ্কাজনক অবস্থায় তাকে আইসিইউতে নেয়া হয়। সেখানেই বৃহস্পতিবার সকালে মনিষা মারা যায়। তার বাড়ি দিনাজপুরের বোচাগঞ্জে।।
হাসাপাতাল সূত্র জানায়, এ নিয়ে এই হাসপাতালে চারজন রোগি মারা গেলেন। এর আগে গত ৬ আগস্ট প্রথম ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মারা যান গাইবান্ধার পলাশবাড়ির নকাইহাটের আশরাফুল ইসলামের ৩ বছরের কন্যা রিয়ানা। এরপর ১১ আগস্ট সন্ধা ৬ টায় মারা যান লালমনিরহাটের কালমাটি গ্রামের খইম উদ্দিনের পুত্র মনিরুল ইসলাম(৩৪)। গত ২৭ মাহাতাব (২৪) নামের এক যুবক ডেঙ্গু রোগে আক্রান্ত মারা যান।
হাসাপাতাল সূত্র আরও জানায়, গত ১৯ জুলাই থেকে মঙ্গলবার(২৭ আগস্ট) সকাল পর্যন্ত ৪০ দিনের ৫৮৮ জন ডেঙ্গু জ্বরের রোগি ভর্তি হয়েছিলেন এই হাসপাতালে। এরমধ্যে ৫৫৯ জন সুস্থ্য হয়ে বাড়ি ফিরে গেছেন। ৪ জন মারাগেছেন। এখনও ২৯ জন ভর্তি আছেন। তাদেরকে হাসাপাতালের মেডিসিন বিভাগের ৫টি ওয়ার্ডের বিভিন্ন ইউনিটে চিকিৎসা দেয়া হচ্ছে।