দিনাজপুরের হিলিতে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বাড়তে লিফলেট বিতরণ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি হাকিমপুর থানা ও পৌর শাখা।
আজ রোববার সকালে বিএনপি’র নেতা-কর্মীরা বাংলাহিলি বাজার, ইমিগ্রেশন চেকপোস্ট, চারমাথাসহ বিভিন্ন দোকানে এবং সাধারণ জনগণের মাঝে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক লিফলেট বিতরণ করেন।
এসময় হাকিমপুর থানা বিএনপির সভাপতি ফেরদৌস রহমান, সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন শিল্পি, বিএনপি নেত্রী ও উপজেলা মহিলা ভাইস-চেয়ারম্যান পারুল নাহার, মামুনুর রশিদ মামুন, হজরত আলী, সেলিম রেজা জিন্নাহ, হাকিমপুর ডিগ্রী কলেজের সাবেক ভিপি ও সাবেক খট্টামাধবপাড়া ইউপি চেয়ারম্যান শাহ আলমসহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।