মশক নিধন অভিযানে বাকৃবি শুভসংঘের বন্ধুরা

আবুল বাশার মিরাজ, বাকৃবি প্রতিনিধি : ময়মনসিংহ সিটি কর্পোরেশনের ৩৩ টি ওয়ার্ডে একযোগে মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযানে অংশ নেয় কালের কণ্ঠের পাঠক সংগঠন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় শাখা শুভসংঘের বন্ধুরা। শনিবার দিনব্যাপী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস সীমানায় তারা এ অভিযানে অংশ নেন।

এসময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মো. আজহারুল ইসলাম, সহকারী প্রক্টর ড.শফিকুল ইসলাম, ড মো.শহীদুল আলম, ড.চয়ন গোস্বামী, ময়মনসিংহ সিটি কর্পোরেশনের ২১ নং ওয়ার্ডের কাউন্সিলর মো. মোস্তফা ফারুক, সংরক্ষিত কাউন্সিলর সামীমা আক্তার, বাকৃবি শাখা শুভসংঘের উপদেষ্টা কামরুল হাসান কামু, সাদেকুর রহমান, সভাপতি মতিউর রহমান সুমন, যুগ্ম সাধারণ সম্পাদক মেহজাবিন ইসলাম তৃষা, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক ইসরাত জাহান শাপলা, ক্রীড়া বিষয়ক সম্পদক সিরাজাম মুনির, ব্যবস্থাপনা বিষয়ক সম্পাদক-মো রবিউল ইসলাম, সহ-ব্যবস্থাপনা বিষয়ক সম্পাদক রোকনুজ্জামানসহ শুভসংঘের বন্ধুরা।

বাকৃবি শুভসংঘের সভাপতি মো. মতিউর রাহমান সুমন সিটি কর্পোরেশনের এই উদ্যাগকে স্বাগত জানিয়ে বলেন, ময়মনসিংহের ৩৩ টি ওয়ার্ডের মধ্যে বাকৃবি ক্যাম্পাস হচ্ছে ২১ নং ওয়ার্ডের অন্তভ‚ক্ত। নিজেদের দায়িত্ববোধ থেকে এভাবে সবাই এগিয়ে আসলে একটি পরিষ্কার পরিচ্ছন্ন ডেঙ্গুমুক্ত বাংলাদেশ গড়ে তোলা সময়ের ব্যাপার মাত্র।

উল্লেখ্য, বিডি ক্লিন ময়মনসিংহের সহযোগিতায় বাউ সাইক্লিস্ট, ক্যানভাস বাকৃবি, বাকৃবির ইনফিনিটি ফেসবুক গ্রæপসহ বেশ কিছু সংগঠন মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযানে অংশ নেয়।

Share this post

scroll to top