বান্দরবানে বাস-মোটরসাইকেল সংঘর্ষে পুলিশ কনস্টেবল নিহত

বান্দরবানে মোটরসাইকেল-বাস মুখোমুখি সংঘর্ষে ইমরান হোসেন জনি (২৭) নামে এক পুলিশ কনস্টেবল নিহত হয়েছেন।

শনিবার রাতে শহরের রোয়াংছড়ি বাস স্টেশন সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনাটি ঘটেছে।

ঘাতক বাস চালক মোহাম্মদ সাইফুলকে (৩২) আটক করেছে পুলিশ। বাসটিও জব্দ করা হয়েছে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শহীদুল ইসলাম জানিয়েছেন, শনিবার দিবাগত রাত ১১টার দিকে বালাঘাটা পুলিশ লাইন থেকে কনস্টেবল ইমরান হোসেন জনি মোটরসাইকেল নিয়ে শহরের দিকে আসছিলো। পথে রোয়াংছড়ি বাস স্টেশন এলাকা সংলগ্ন শিশুপার্ক এলাকায় বিপরীতগামী একটি যাত্রীবাহী বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনার পর গুরুতর আহত ওই কনস্টেবলকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে সেখানে তার মৃত্যু হয়। ঘটনার পরপরই বাস চালককে আটক ও বাসটি জব্দ করা হয়েছে।

নিহত কনস্টেবলের বাড়ি ফেনী জেলার ছাগলনাইয়া এলাকায়।

Share this post

scroll to top