ময়মনসিংহে ডেঙ্গুতে ৫ মাসের শিশুর মৃত্যু

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গুজ্বরে চিকিৎসাধীন থেকে জারিফ নামে পাঁচ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।

শুক্রবার সন্ধ্যায় মমেকে চিকিৎসাধীন থেকে তার মৃত্যু হয়। জারিফ ময়মনসিংহ নগরীর শিকারিকান্দা গ্রামের মো. আরিফের শিশুপুত্র ।

নিহত জারিফের বাবা মো. আরিফ জানান, জারিফ জন্মগতভাবে শ্বাসকষ্টজনিত রোগে ভুগছিল।

গত ১৮ আগস্ট প্রথমে তাকে ময়মনসিংহ কমিউনিটি বেইজড মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

এরপর ২২ আগস্ট তাকে ঢাকা শিশু হাসপাতালে স্থানান্তর করা হয়। কিন্তু সেখানে এনআইসিইউ সাপোর্ট ফাঁকা না থাকায় এবং প্রাইভেট হাসপাতালে চিকিৎসা ব্যয়ভার বহন পরিবারের পক্ষে অসম্ভব বিধায় গত বৃহস্পতিবার জারিফকে ঢাকা শিশু হাসপাতাল থেকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়। সেখানে সন্ধ্যা ৬টার দিকে মারা যায় সে।

হাসপাতালের সহকারি পরিচালক এবিএম শামসুজ্জামান সেলিম জানান, শুক্রবার বিকালে ঢাকা থেকে আশংকাজনক অবস্থায় জারিফ নামে ৫ মাস বয়সী শিশুটিকে ময়মনসিংহ মেডিকেলে ভর্তি করা হয়। সন্ধ্যা ৬টার দিকে মারা যায় সে।

তার ভর্তিকৃত কাগজপত্রে ডেঙ্গু (এনএসওয়ান) পজিটিভ ছিল।

এ নিয়ে এখন পর্যন্ত ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গুজ্বরে আক্রান্ত ৫ রোগী মারা গেলো। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন ১১০জন। গত ২৪ ঘণ্টায় হাসপাতালে নতুন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে ১৬ জন।

Share this post

scroll to top