রাজশাহীর পুঠিয়ায় বাড়ির পাশে খেলতে গিয়ে পুকুরে ডুবে আমীর হামজা (৩) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। আজ বুধবার সকাল ১১টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত আমীর হামজা বানেশ্বর-তাতারপুর গ্রামের ভটভটি চালক রুবেল হোসেনের ছেলে।
প্রত্যক্ষদর্শী উৎপল সাহা বলেন, সকালের নাস্তা শেষে পরিবারের লোকজন নিজ নিজ কাজে চলে যায়। সে সময় শিশু আমীর হামজা বাড়ির পাশে খেলা করছিল। এক পর্যায়ে মায়ের অজান্তে শিশুটি পাশে একটি পুকুরে ডুবে যায়। পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজির পর লাশ পুকুরে ভাসছে দেখতে পেয়ে তাকে উদ্ধার করেছেন।