শেরপুর প্রতিনিধি: শেরপুরের নকলা উপজেলা নির্বাহী অফিসার বন্য প্রাণী নিরোধ আইনের আওতায় মঙ্গলবার সকালে উপজেলার ফেরুসা ও গড়েরগাঁও মোড়ে পেশাদার বক শিকারীদের ১১ টি শিকারী বক উন্মুক্ত করে দেন।
গোপন সূত্রে খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার জাহিদুর রহমান ফেরুসার সামসুল হকের বাড়ি ও গড়েরগাঁও মোড় থেকে কয়েকজন বক শিকারীকে শিকারকৃত অনেকগুলো বকসহ হাতে নাতে আটকের পর তাদের বাড়িতে গিয়ে বক শিকারের সরঞ্জামাদি ধ্বংস ও পালা বক গুলোও অবমুক্ত করে দেন। একই সাথে শিকারকৃত অনেকগুলি বকও ছেড়ে দেওয়া হয়। উল্লেখ্য যে, বন্য প্রাণী নিরোধ আইনে বক শিকার করা দন্ডনীয় অপরাধ।