ভোলায় স্কুলছাত্রীকে ধর্ষণে অভিযুক্ত ২ জন ‘বন্দুকযুদ্ধে’ নিহত

ভোলায় স্কুলছাত্রীকে ধর্ষণে অভিযুক্ত দুই ব্যক্তি পুলিশের সাথে কথিত বন্দুকযুদ্ধে নিহত হয়েছেন। ঈদের আগের দিন সন্ধ্যায় হাতে মেহেদি রাঙাতে প্রতিবেশীর বাড়ি গিয়ে ধর্ষিত হয়েছিল ষষ্ঠ শ্রেণীতে পড়ুয়া ওই ছাত্রী।

নিহতরা হলেন সদর উপজেলার চরসামাইয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সৈয়দ আহম্মেদের ছেলে আল আমিন (২৭) ও কামাল মিস্ত্রির ছেলে মঞ্জুর আলম (২৫)।

মঙ্গলবার রাত আড়াইটার দিকে দক্ষিণ রাজাপুর এলাকায় ওই বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে বলে জানিয়েছেন সদর থানার ওসি ছগির মিয়া।

তিনি বলেন, ‘রাতে ধর্ষণ মামলার আসামিদের ধরতে গেলে তারা পুলিশকে লক্ষ করে গুলি ছোড়ে। পুলিশও আত্মরক্ষার্থে গুলি ছোড়ে। এ সময় ধর্ষণ মামলার আসামি আমিন ও মঞ্জুর নিহত হন।’

নিহতদের বিরুদ্ধে থানায় মাদকসহ একাধিক মামালা রয়েছে বলেও জানান ওসি।

রোববার সন্ধ্যায় ষষ্ঠ শ্রেণি পড়ুয়া ওই ছাত্রী প্রতিবেশী এক নারীর কাছে হাতে মেহেদি রাঙাতে গিয়ে ধর্ষিত হয়। এ ঘটনায় আল আমিন ও মঞ্জুর আলমের বিরুদ্ধে মামলা হয়।

নিহতদের লাশ ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

Share this post

scroll to top