মো. আব্দুল কাইয়ুম: ইদে ঘরমুখী মানুষের যাত্রা নিশ্চিত, অতিরিক্ত পরিবহন ভাড়া বন্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ, সড়ক দুর্ঘটনায় আক্রান্ত ব্যক্তিদের পাশে দাড়িয়েই এবারের ইদ উল আযহার আনন্দময় দিনগুলো শেষ করছেন ময়মনসিংহের জেলা প্রশাসক মো: মিজানুর রহমান। তিনি এর আগেও নওগাঁর জেলা প্রশাসক থাকাকালে নওগাঁবাসীর সুখে দু:খে থেকে দিন কাটিয়েছেন তিনি। ময়মনসিংহে এসেও তার ব্যতিক্রম ঘটছে না। এদিকে ঈদেও গণ-মানুষের সেবা করে দিন কাটানোয় ময়মনসিংহের জেলা প্রশাসকের প্রশংসা সামাজিক যোগাযোগমাধ্যমসহ সর্বমহলে আলোড়িত হচ্ছে।
সূত্রে জানা যায়, ইদের ২য় দিনে ১৩ আগস্ট মঙ্গলবার ময়মনসিংহ জেলায় ৩ টি সড়ক দূর্ঘটনা ঘটে। ফুলপুরে ২টি বাসে মুখোমুখি সংঘর্ষ, তারাকান্দাতে পিকাপে (স্থানীয় ভাষায় মলম গাড়ী) ও ভালুকায় মোটরসাইকেল দূর্ঘটনা। খবর পাওয়ার সাথে সাথে ময়মনসিংহের জেলা প্রশাসক মো. মিজানুর রহমান, উপজেলা নির্বাহী অফিসার, এসিল্যান্ড, এনডিসিসহ ময়মনসিংহ মেডিকেল কলেজে তাদের খোঁজ নিতে যান। এখন পর্যন্ত এ ৩টি দূর্ঘটনায় ৬ জন ময়মনসিংহ মেডিকেল কলেজে হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন। জেলা প্রশাসক তাদের চিকিৎসার সার্বিক খোঁজ নেন এবং সব রকমের প্রাথমিক চিকিৎসাসহ সিটিস্কান পর্যন্ত তাৎক্ষনিকভাবে সরকারি খরচে করার জন্য নির্দেশনা দেন। হাসপাতালে অবস্থিত জেলা সমাজসেবা অধিদপ্তরের অফিসারকে ফোন করে আর্থিকসহ বিভিন্ন সাহায্য করার নির্দেশনা দেন। পিকাআপ গাড়িতে দূর্ঘটনার শিকার তারাকান্দার হালিমা খাতুনের বাসায় উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে তার বাড়িতে খবর পাঠিয়েছেন। এদিকে শিল্প সংস্কৃতির জেলা ময়মনসিংহে জেলা প্রশাসক মো. মিজানুর রহমানের সার্বিক কর্মকান্ডে জেলাজুড়ে সর্বমহলে প্রশংসিত হচ্ছেন।