বরিশালের উজিরপুরে যাত্রীবাহী বাসের চাপায় ফজলুল হক হাওলাদার (৭০) নামে এক বৃদ্ধ পথচারী নিহত হয়েছেন। মঙ্গলবার (১৩ আগস্ট) সকাল সাড়ে ৭টার দিকে বরিশাল-ঢাকা মহাসড়কের সানুহার বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ফজলুল হক উপজেলার বামরাইল ইউনিয়নের সানুহার গ্রামের হাওলাদার বাড়ির মৃত আফসার উদ্দিন হাওলাদারের ছেলে। পুলিশ ও এলাকাবাসী জানায়, বরিশাল থেকে উপজেলার সাতলাগামী যাত্রীবাহী একটি বাস ঘটনাস্থল অতিক্রমকালে পথচারী ফজলুলকে পেছন দিয়ে চাপা দেয়। পরে স্থানীয় লোকজন বৃদ্ধ ফজলুলকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় ঘাতক বাসটিকে আটক করা যায়নি। সড়ক দুর্ঘটনায় নিহতের বিষয়টি উজিরপুর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) হরিদাস নাগ নিশ্চিত করেন। নিহতর স্বজনরা জানিয়েছেন, সানুহার বাসস্ট্যান্ড গিয়ে চা খাওয়ার উদ্দেশ্যে সকালে বাড়ি থেকে বের হয়েছিলো বৃদ্ধ ফজলুল।