ময়মনসিংহে কলেজ ছাত্র শাহরিয়ার ইসলাম শাকিলের হত্যাকারী ও পরিকল্পনাকারীদের অবিলম্বে গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার দুপুরে শহরের সি. কে. ঘোষ রোডে এ মানববন্ধন করেন এলাকাবাসী ও বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এতে নিহত শাহরিয়ার শাকিলের পরিবারের সদস্য, এলাকাবাসী ও বন্ধুরা অংশ নেন।
মানববন্ধনে নিহতের স্বজনরা জানান, আসামিরা মামলা তুলে নিতে বাদীকে ভয়ভীতি দেখাচ্ছেন। তারা অবিলম্বে শাহরিয়ার ইসলাম শাকিলের হত্যাকারী ও পরিকল্পনাকারীদের গ্রেপ্তারের দাবি জানান।
ময়মনসিংহ শহরের চরপাড়া এলাকার নজরুল ইসলামের ছেলে কলেজছাত্র শাহরিয়ার ইসলাম শাকিল গত ২৫ জুন বন্ধুর ছুরিকাঘাতে খুন হন। তিনি ময়মনসিংহ মহাবিদ্যালয়ের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী ছিলেন। শাকিলের খুনের ঘটনায় তার বাবা নজরুল ইসলাম ২৭ জুন বাদী হয়ে তিনজনকে আসামি করে ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানায় একটি মামলা করেন। সূত্র: এনটিভি