ফরিদপুরের চরভদ্রাসনে দুই কিশোরীকে অপহরণ করে গণধর্ষণ ও ভিডিও ধারণের মামলায় পাঁচ আসামীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে প্রত্যেককে এক লাখ টাকা জরিমানা এবং অনাদায়ে আরও তিন বছরের কারাদণ্ড প্রদান করা হয়েছে। রোববার দুপুরে ফরিদপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মোঃ আলমগীর কবির এ রায় দেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন- উজ্জল খান (২৫), শুকুর আলী (২৬), মিরাজ শেখ (২৫), ইলিয়াস বেপারী (২০) এবং শফি মোল্যা (২৫)। অসামীরা সকলেই পলাতক থাকায় তাদের অনুপস্থিতিতেই রায় ঘোষণা করা হয়।
ফরিদপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি অ্যাডভোকেট স্বপন পাল জানান, ২০১৬ সালের ১৪ এপ্রিল পহেলা বৈশাখের দিনে চরভদ্রাসনের সালেপুর গ্রামের ১৪ ও ১৫ বছরের স্কুল পড়ুয়া দুই কিশোরীকে আসামীরা অপহরণের পর মোটরসাইকেলে করে পদ্মার চরে নিয়ে যায়। এরপর ভুট্টা ক্ষেতে নিয়ে তাদের ধর্ষণ করে এবং সেই দৃশ্য ভিডিওধারণ করে।
এ ঘটনায় ১৪ বছর বয়সী কিশোরীর পিতা বাদী হয়ে একই বছরের ১১ জুন চরভদ্রাসন থানায় একটি মামলা দায়ের করেন। ওই মামলায় দীর্ঘ শুনানী শেষে রোববার রায় ঘোষণা করে আদালত।