রাজবাড়ীতে প্রতিদিনই বাড়ছে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় রাজবাড়ী সদরসহ পাঁচ উপজেলায় শনিবার সকাল পর্যন্ত ৫০ জন ডেঙ্গু আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছে। এদের মধ্যে ১৮ জনকে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। এতে করে সাধারণ মানুষ, হাসপাতালে অবস্থানরত অন্যান্য রোগী ও তাদের স্বজনদের মাঝে দেখা দিয়েছে ডেঙ্গু আতঙ্ক।
এদিকে ডেঙ্গু পরীক্ষার জন্য রাজবাড়ীতে ১২০ টি কীট দেয়া হয়েছে। যা বর্তমানে প্রয়োজনের তুলনায় অত্যন্ত কম বলে মনে করছেন সংশ্লিষ্টরা। ডেঙ্গু পরীক্ষার জন্য আসা কীটগুলো রাজবাড়ী সদর হাসপাতালসহ জেলার অন্যান্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে রোগী অনুযায়ী ভাগ করে দেয়া হয়েছে। বর্তমানে রাজবাড়ী সদর হাসপাতালে ১৫জন, বালিয়াকান্দিতে ১জন, গোয়ালন্দ ও পাংশায় ১জন করে ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছে।
এছাড়া ২৫ জন রোগী বিভিন্ন হাসপাতাল ও স্বাস্থ্য কমপ্লেক্সের ইনডোর ও আউটডোরে চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছেন বলে হাসপাতাল সূত্রে জানা গেছে। এর মধ্যে বেশিরভাগ রোগী ঢাকা থেকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে এসেছেন।
ডেঙ্গুর কীট আসার পর থেকেই বিনামূল্যে ডেঙ্গু পরীক্ষা শুরু করেছেন হাসপাতাল কর্তৃপক্ষ। পাশাপাশি রোগীদের চিকিৎসা এবং দেয়া হচ্ছে সচেতনতামূলক পরামর্শ।
রাজবাড়ীর সিভিল সার্জন ডা. মোঃ মাহফুজার রহমান সরকার বলেন, শনিবার সকাল পর্যন্ত জেলার সরকারি হাসপাতালগুলোতে মোট ৫০জন ডেঙ্গু রোগী শনাক্ত করা গেছে। এর মধ্যে বর্তমানে ১৮ জন হাসপাতালে ভর্তি রয়েছেন এবং বাকিরা ইনডোর ও আউটডোরে চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছেন। ডেঙ্গু শনাক্তে বিনামূল্যে পরীক্ষা চলছে। সারাদেশে একসাথে ডেঙ্গুর প্রভাব পড়ায় কীট কিছুটা কম এসেছে। তবে এখন থেকে নিয়মিত কীট আসছে। এতে করে ডেঙ্গু শনাক্তে কোন সমস্যা হবে না। এছাড়া ডেঙ্গুতে আক্রান্ত বেশিরভাগ রোগীই ঢাকা ফেরত। তবে এখন পর্যন্ত রাজবাড়ীতে ডেঙ্গুতে আক্রান্ত কোনো রোগীর অবস্থা আশঙ্কাজনক না, সবাই স্বাভাবিক রয়েছে।