শেষ পর্যন্ত সংযুক্ত আরব আমিরাতেই হোম ভেন্যূ করতে হলো আফগানিস্তানকে। শুক্রবার পর্যন্ত ঠিক ছিল কাতারের মাঠে এবারের বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচ খেলবে আফগানিস্তান; কিন্তু কাতারের পক্ষ থেকে সবুজ সংকেত মিলেনি। এমনকি ইরানও রাজি হয়নি আফগানদের ভেন্যু দিতে।
তবে শেষ পর্যন্ত তাদের নিজেদের মাঠে হোম ভেন্যু করতে সম্মতি দেয় সংযুক্ত আরব আমিরাত। ফলে কাতার বিশ্বকাপের বাছাই পর্বে আফগানিস্তান তাদের ৪টি হোম ম্যাচ খেলবে মধ্যপ্রাচ্যের এই দেশটিতে। আফগানদের প্রথম ম্যাচ বাংলাদেশের বিপক্ষে। ১০ সেপ্টেম্বর হবে এই ম্যাচ।
উল্লেখ্য ২০২২ কাতার বিশ্বকাপের বাছাই পর্বের দ্বিতীয় রাউন্ডে আফগানিস্তানের বিপক্ষেই বাংলাদেশের প্রথম ম্যাচ। এরপর বাংলাদেশ ১০ অক্টোবর ঢাকায় কাতারের সাথে, ১৫ অক্টোরব কলকাতায় ভারতের বিপক্ষে, ১৪ নভেম্বর ওমানে গিয়ে তাদের বিপক্ষে, খেলবে।
আগামী বছর ২৬ মার্চ ঢাকায় আফগানিস্তানের সাথে, ৩১ মার্চ কাতারের মাঠে তাদের বিপক্ষে, ৪ জুন ঢাকায় ভারতের বিপক্ষে এবং ৯ জুন ঢাকায় ওমানের বিপক্ষে বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচ খেলবে।