ময়মনসিংহ মেডিক্যালে ডেঙ্গু রোগীর সংখ্যা বেড়ে ২২১

সারাদেশে ক্রমাগত বেড়েই চলছে ডেঙ্গু রোগীর সংখ্যা। প্রতিদিন নতুন নতুন ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি হচ্ছেন হাসপাতালে।

ময়মনসিংহ মেডিকেল কলেজ(মমেক) হাসপাতালে ২২১ জন্য ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় ২৪ জন ভর্তি হয়েছেন।

বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালের সহকারী পরিচালক ডা. এবিএম শামসুজ্জামান জানান, এখন পর্যন্ত চিকিৎসা নিয়ে ১৩ জন হাসপাতাল ছেড়েছেন।

তিনি বলেন, হাসপাতালে ভর্তি থাকাদের মধ্যে কেউই ময়মনসিংহে ডেঙ্গুতে আক্রান্ত হননি। ঢাকায় ডেঙ্গুতে আক্রান্ত হওয়ার পর বাড়িতে ফিরে তারা হাসপাতালে ভর্তি হয়েছেন।

ডেঙ্গু শনাক্তকরণে রোগীদের ফ্রি পরীক্ষা-নিরীক্ষার ব্যবস্থা করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। এছাড়া রোগীদের বিনামূল্যে ওষুধ দেওয়া হচ্ছে। বলেও তিনি জানান।

Share this post

scroll to top