ফেসবুকে ইসলাম ধর্ম নিয়ে কটুক্তি করায় মাগুরার মহম্মদপুর উপজেলার রাজাপুর এলাকার শুভ সরকার (১৮) নামের এক হিন্দু কলেজ ছাত্রকে আটক করেছে পুলিশ। বুধবার রাতে তাকে আটক করা হয়। আটককৃত শুভ সরকার রাজাপুর এলাকার মহানন্দ সরকারের ছেলে এবং সরকারি বীর মুক্তিযোদ্ধা আছাদুজ্জামান কলেজের একাদশ শ্রেণির ছাত্র।
পুলিশ জানায়, হিন্দু কলেজছাত্র শুভ সরকার গত মঙ্গলবার ফেসবুকে ‘এ কেমন ধর্ম, হাজারো পশু হত্যা করে উৎসব পালন’ লিখে ইসলাম ধর্মকে কটুক্তি করে তার ফেসবুক আইডিতে একটি স্ট্যাটাস দেয়। বিষয়টি এলাকায় জানাজানি হলে এলাকার মানুষের মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়। পলে এলাকায় সাম্প্রদায়িক উত্তেজনার সৃষ্টি হলে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং অভিযুক্ত শুভ সরকারকে আটক করে।
মহম্মদপুর থানার ওসি মোঃ রবিউল হোসেন জানান, ধর্মীয় অনুভূতিতে আঘাত আনার দায়ে শুভ সরকারকে আটক করে আদালতে পাঠানো হয়েছে।