টসে হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

বাংলাদেশের বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন শ্রীলংকা অধিনায়ক দিমুথ করুনারত্নে।

প্রথম দুই ম্যাচ হেরে ইতোমধ্যে শ্রীলংকার কাছে সিরিজ হেরেছে বাংলাদেশ। হোয়াইটওয়াশের লজ্জা এড়াতে শেষ ওয়ানডেতে পরাজয়ের স্বাদ পেতে চান না তারা। জয় নিয়ে দেশে ফিরতে চান সফরকারীরা। সেই লক্ষ্যে মাঠে নামছেন তারা। ভরাডুবি রুখতে দলে দুটি পরিবর্তন আনা হয়েছে।

ইনজুরিতে পড়া মোস্তাফিজুর রহমানের জায়গায় ঢুকেছেন রুবেল হোসেন। আর অফফর্মের কারণে বাদ পড়া মোসাদ্দেক হোসেনের স্থলাভিষিক্ত হয়েছেন এনামুল হক বিজয়।

বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল (অধিনায়ক), সৌম্য সরকার, মোহাম্মদ মিঠুন, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, এনামুল হক বিজয়, সাব্বির রহমান, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, শফিউল ইসলাম ও রুবেল হোসেন।

শ্রীলঙ্কা একাদশ : দিমুথ করুনারত্নে (অধিনায়ক), আভিষ্কা ফার্নান্দো, কুশল পেরেরা, কুশল মেন্ডিস, অ্যাঞ্জেলো ম্যাথিউস, শেহান জয়াসুরিয়া, দাসুন শানাকা, ওয়ানিন্দু হাসারাঙ্গা, আকিলা ধনঞ্জয়া, কাসুন রাজিথা ও লাহিরু কুমারা।

Share this post

scroll to top