সম্প্রতি দেশজুড়ে সংঘটিত ধর্ষণ, গুজব এবং নারী ও শিশু নির্যাতনের বিরুদ্ধে রাজধানীর পান্থপথে মানববন্ধন করা হয়েছে। ধানমণ্ডির কলাবাগান থানা ছাত্রলীগের উদ্যোগে এ মানববন্ধন করা হয়।
মানববন্ধনে কলাবাগান শাখার ছাত্রলীগের নেতাকর্মীরা ছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন স্কুল, কলেজের সাধারণ শিক্ষার্থীরা। আয়োজকদের মতে, পাঁচ শতাধিক শিক্ষার্থী মানববন্ধনে অংশ নেন।
পদ্মা সেতু নির্মাণে মানুষের মাথার প্রয়োজন সংক্রান্ত গুজব এবং এ গুজবকে কেন্দ্র করে দুর্বৃত্তদের গণপিটুনিতে নিরীহ মানুষদের মর্মান্তিক মৃত্যু এবং শিশু নির্যাতন ও ধর্ষণের বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে এ মানববন্ধনের আয়োজন করা হয় বলে আয়োজকরা জানান।
মানববন্ধনে উপস্থিত ছিলেন-কলাবাগান থানা ছাত্রলীগের সভাপতি আব্দুর রহমান শিমুল, সাধারণ সম্পাদক হাওলাদার মো. সাকিব, ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের উপ-ছাত্র বিষয়ক সম্পাদক এবং কলাবাগান থানা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ বিপ্লব খান।
এ ছাড়া আরো উপস্থিত ছিলেন ১৭ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান এবং কলাবাগান থানা ছাত্রলীগের সাবেক সভাপতি মেহেদী হাসান ফারুক ও ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।