দলীয় চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে ২৫ জুলাইয়ের খুলনা বিভাগীয় সমাবেশ সফল করতে মহেশপুর উপজেলা বিএনপির উদ্যোগে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার সকালে মহেশপুর উপজেলা বিএনপির কার্যালয়ে সিনিয়র যুগ্ম সম্পাদক মেহেদী হাসান রনির সভাপতিত্বে প্রস্তুতি সভায় বক্তব্য রাখেন এসবিকে ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুর রহিম, নেপা ইউনিয়ন বিএনপির সভাপতি মহি উদ্দিন মহি, বাঁশবাড়য়িা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. আব্বাস উদ্দিন, মান্দার বাড়িয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোমিনুর রহমানসহ যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ।